BanshkhaliTimes

হেলিকপ্টার হতে বীজ ছিটানো শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী

BanshkhaliTimes

বাংলাদেশে এই প্রথম হেলিকপ্টারযোগে আকাশ হতে সীডবল নিক্ষেপের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে বীজ ছিটানো হয়। এ লক্ষ্যে গত ০৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে পটুয়াখালী হতে প্রয়োজনীয় বীজ সংগ্রহ করে বিমান সদরে যথাযথ প্রক্রিয়া করতঃ সীডবল তৈরি করা হয়। উক্ত প্রক্রিয়াজাতকৃত সীডবলসমূহ বিমান বাহিনীর ০২টি এমআই সিরিজ হেলিকপ্টারের মাধ্যমে আকাশ হতে নোয়াখালীর ডমার চর এলাকার উপকূলীয় অঞ্চলে ছিটানো হয়। উল্লেখ্য যে, বনায়নের জন্য নির্বাচিত স্থানসমূহ দূর্গম ও সড়কপথে যাতায়াতের অনুপযোগী হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে এসকল এলাকায় বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়।

এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত উপরোক্ত বনায়ন কর্মসূচী গ্রীন হাউজের প্রভাবে সমূদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, বন উজাড় প্রভৃতি হতে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। উক্ত বনায়ন কর্মসূচীর ফলে সৃষ্ট বনাঞ্চল ভবিষ্যতে উপকূলীয় এলাকায় বসবাসরত জনগণের জীবন রক্ষাকারী ঢাল হিসেবে পরিনত হবে বলে আশা করা যায়।
খবর বিজ্ঞপ্তির।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *