BanshkhaliTimes

হেলথ্ কার্ড বিডি ডটকম- রুপালী লাইফ ইনস্যুরেন্স চুক্তি

BanshkhaliTimes

চট্টগ্রামের প্রথম স্বাস্থ্যবিষয়ক তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হেলথ্ কার্ড বিডি ডটকমের সাথে রুপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তি সম্প্রতি রুপালী লাইফ ইনস্যুরেন্স আগ্রাবাদ সার্ভিসিং সেন্টারে স্বাক্ষরিত হয়।

এতে হেলর্থকার্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হেলথ্ কার্ডের সিইও ইমরানুল হক ও রুপালী লাইফ ইনস্যুরেন্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আলহাজ্ব গোলাম কিবরিয়া।
এ সময় রুপালীর পক্ষে আরো উপস্থিত ছিলেন ডিএমডি শাহ নিয়াজুল আলম, জেএমডি এম.শফিকুর রহমান চৌধুরী, ইভিপি গ্রুপ ইনচার্জ মোঃ শেখ আবু খালিদ এবং হেলথ কার্ডের পক্ষে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন (অপারেশন ম্যানেজার,) হাফিজুর রহমান( ম্যানেজার), শামীমা আক্তার শিলা (সহকারী ম্যানেজার), মার্কেটিং অফিসার বুলবুল আক্তার ও মো. মাসুদ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *