তাফহীমুল ইসলাম, বাঁশখালী- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বাঁশখালী আসছেন আজ। তিনি আজ সন্ধ্যায় সড়ক পথে বাঁশখালী পৌঁছে জলদী বাহারুল্লাহ পাড়া ময়দানে চলমান দারুল কারীম মাদরাসার তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। তিনি বাদে এশা মাহফিলে আলোচনা করবেন বলে মাহফিল কর্তৃপক্ষ জানিয়েছে।
দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী বলেন- ‘দারুল কারীম মাদরাসার তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিলের আজ শেষ দিনে প্রধান অতিথি হিসেবে হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আসবেন। হুজুরের আগমনকে ঘিরে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাহফিলের সমাপনী দিনে সকলের প্রতি দাওয়াত রইল।’