বাঁশখালী টাইমস: ইসলামী ঐক্যজোট (একাংশ) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি বাঁশখালীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। নানা সময়, নানা ঘটনায়, নানা কারণে আলোচিত এই নেতাকে নিয়ে সম্প্রতি হেফাজত ইসলামে অসন্তোষ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মুফতি ইজহার হেফাজতের কোনো পদে নেই। তবু তিনি নানা সময়ে নিজেকে হেফাজতের “নায়েবে আমির” পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন। এতে চরম নাখোশ, ক্ষুব্ধ হেফাজত নেতারা।
এ ব্যাপারে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, “হেফাজতের আঞ্চলিক বা কেন্দ্রীয় কোনো কমিটিতে নাম নেই মুফতি ইজহারুল ইসলামের। তবু তিনি গণমাধ্যমে নিজেকে হেফাজতের “নায়েবে আমির” পরিচয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন। তাকে বারবার নিষেধ সত্ত্বেও তিনি তা’ মানছেন না”।
উল্লেখ্য, নেজামে ইসলামীর এই নেতার বাড়ি বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নে।