হীরকজয়ন্তীতে কালীপুর স্কুলের বর্ণাঢ্য র‍্যালী

কালীপুর প্রতিনিধি : কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আজ যেন অলম্পিকের পর্দা উঠল! লাল, নীল, সাদা, হলুদ, বেগুনীসহ নানা রঙের টি-শার্টে যেন রঙের মেলা জমেছিল!

স্কুলের ৭৫ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উৎসবে আজ ট্রাকর‍্যালী ছিল।

সকাল থেকেই নতুন-পুরনো তরুণ, যুবক, বৃদ্ধসহ অসংখ্য সাবেক ও বর্তমান ছাত্রদের কলকাকলীতে মুখর হয়ে উঠেছিল স্কুলপ্রাঙ্গণ। অনেক পুরনো বন্ধুকে দীর্ঘদিন পর দেখে যেন স্মৃতিকাতর হয়ে পড়েছিল বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা! অনেকে আবার আবেগে আপ্লুত হয়ে চোখের জল নামিয়ে দিয়েছিল।

ট্রাক ও মোটর সাইকেলসহ পদযাত্রা বিভিন্ন ব্যাচের র‍্যালীগুলো ছিল সত্যিই দেখার মতো! এই র‍্যালী মূল সড়কে প্রদক্ষিণ করে। রাস্তায় চলাচলকারী লোকজন অবাক হয়ে তাকাচ্ছিল বারবার। দেখেও যেন অবাক হওয়া শেষ হয় না তাদের! কী সুন্দর দৃশ্য! সত্যিই নজরকাড়া একটা র‍্যালী উৎসব করেছে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়। সার্থক হয়েছে হীরকজয়ন্তী।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *