BanshkhaliTimes

হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মাহমুদুল ইসলামের বিরুদ্ধে মামলা!

বাঁশখালী টাইমস: হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় পার্টি নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালতে বুধবার (২৪ অক্টোবর) মামলাটি দায়ের করা হয়।

বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক স্বপন কুমার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগে বলা হয়, মাহমুদুল ইসলাম চৌধুরী দূর্গাপূজা চলাকালে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। তিনি মণ্ডপে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘মা দূর্গার দশ হাত, আমার এগারো হাত। আওয়ামী লীগ নেতাদের জেনে রাখা উচিত আমার হাত অনেক লম্বা।

এছাড়াও তিনি বলেন, বঙ্গবন্ধুর সাথে ছাত্র রাজনীতি করে বক্তব্য দিয়েছে এমন দুজনের মধ্যে একজন মহিউদ্দীন চৌধুরী, আরেকজন আমি। মহিউদ্দীন চৌধুরী মারা গেছেন, আমি আছি। ইতিহাস লিখতে গেলে আমার কথা আসতেই হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *