নিখোঁজ সংবাদ।
আজ সকাল আনুমানিক ৭.০০টা থেকে বয়স্ক লোকটাকে খুজে পাওয়া যাচ্ছে না। লোকটির নাম আব্দুর সবুর প্রকাশ নোয়া মিয়া। যদি কোনো মহৎ ব্যক্তি লোকটাকে দেখে থাকেন বা খুঁজে পেয়ে থাকেন দয়া করে নিচের উনার ছেলের নাম্বারে কল করে জানাবেন।
মোঃ সুমন/খোকন: ০১৮৫৯-২০ ৮১ ৫৪.
লোকটির স্থায়ী ঠিকানা: আলির বাপের বাড়ি, গ্রাম: পুর্ব গুনাগরী, বাঁশখালী, চট্টগ্রাম।
লোকটির বর্তমান ঠিকানা: প্রযত্নে মোঃ সুমন, আব্দুস সালাম হাজীর বাড়ি, পানওয়ালা পাড়া, উত্তর আগ্রাবাদ, চট্টগ্রাম।