রাসেল চৌধুরী: মোহাম্মদ মহিউদ্দীন, পিতা মোহাম্মদ আজগর হোসেন, গ্রাম:- জালিয়াঘাটা, ইউনিয়ন:- ৭ নং সরল, বাঁশখালী, চট্টগ্রাম নামের এক মাদ্রাসা ছাত্র হারিয়ে গেছে।
মহিউদ্দীন রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার ছাত্র।
গত ০৫-০৮-২০১৭ ইং রোজ শনিবার থেকে তাকে মাদ্রাসায় পাওয়া যাচ্ছেনা। সে মাদ্রাসায় তার সহপাঠী এবং শিক্ষকদের কিছু না বলে কোথায় চলে গেছে। এর পর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
01830777710, 01836361630, 0097474712941