BanshkhaliTimes

হামেদিয়া মাদরাসার ‘বিজ্ঞান স্যার’ খ্যাত জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- জাফরুল ইসলাম চৌধুরী। বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার সাবেক শিক্ষক। অধিকাংশ ক্লাস নিতেন বিজ্ঞান বিষয়ের উপর। বিজ্ঞান পড়াতে পড়াতে তিনি পরিগণিত হন ‘বিজ্ঞান স্যার’ নামে। তাঁর সব ছেলে-মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত। তবুও তিনি জীবনযাপন করতেন অত্যন্ত সাদাসিধে ভাবে। অনেক সময় ছেঁড়া জুতো পরে হাজির হতেন ক্লাসে। হৃদয়ে ছিল না কোন অহংকার। ক্লাসে শিক্ষার্থীদের সাথে স্থাপন করেছেন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। নানান সময় নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে ক্লাসে মেতে উঠতেন হাস্যরসে। ২০১৩/১৪ সালের দিকে শিক্ষকতা পেশা থেকে তিনি অবসর গ্রহণ করেন।

শিক্ষার্থীদের সেই প্রিয় বিজ্ঞান স্যার আজ সকালে ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। বাদে মাগরিব তাঁর শিক্ষকতা জীবনের সহকর্মী বাঁশখালী উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলামের ইমামতিতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বাঁশখালী হামেদিয়া মাদরাসার শিক্ষক মন্ডলী, ছাত্ররাসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *