বাঁশখালী টাইমস: গতকাল চাম্বলে লাঙলের সমর্থনে মাহমুদুল ইসলাম চৌধুরীর পথসভায় গোলাগুলি, হামলা, গাড়িভাংচুর ও রাতে সমর্থকদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং অনলাইন পোর্টাল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়াকর্মীদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন- ‘গতকাল আমার ৩৮জন কর্মী গুলিবিদ্ধ হয়েছে, আমার প্রচারণার গাড়ি ভাংচুর করা হয়েছে। রাতে নিরাপরাধ ৩০ জন সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে।’ তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেজাম উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জসিম উদ্দিন, নুরুল ইসলাম, মোরশেদুল আলম, উসমান খান প্রমুখ।
এরপর প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা মানববন্ধন করেন। এতে প্রতিটি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও আগামীকাল বিকাল ৩ টায় প্রেস ক্লাবে প্রতিবাদ সম্মেলনের ডাক দেয়া হয়।