বাঁশখালী টাইমস: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় হামদ/নাত বিভাগে বাঁশখালী উপজেলায় ‘শ্রেষ্ঠ’ হিসেবে নির্বাচিত হয়েছে রাসেল ইকবাল সামিন। সে সরল ইউনিয়নের হাজ্বী বদি আহমদ ও রাবিয়া বেগমের ছেলে ও রক্তযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোছাইন সামিতের ছোট ভাই।
আজ এ উপলক্ষে আয়োজিত পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে রাসেলের হাতে পুরস্কার তুলে দেন বাঁশখালীর ইউএনও মোমেনা আক্তার।