সহি নক্ষত্রনামা
ভুবনের গ্রামে
সহি নক্ষত্রের আলো জায়মান
শাদা আর নীলে
রাত্রিদিন
কোনো এক পরানকথার মসলিন ইতিহাসে
কাস্তে হাতে বয়েসী চাষাটা
মেতেছিল হৃদির গভীর গল্পে
মখমল বাতাসের কোমল আদরে
সেই নক্ষত্র আমাকে এনে দেয়
কোনো এক অজর-অমর ইহবোধ :
যেখানে মুদ্রিত থাকে
বাদামি আঘ্রাণভরা রূপসী বাংলার
উত্তরাধিকার…