পিতৃশোক
হাফিজ রশিদ খান
পিতা, শত আরব্য সুবাসে ধুয়ে-মুছে ফেলি হাত
লেগে থাকে তবু দাগ
ফুরোয় না গভীর সন্তাপ
কতো সীমান্তের পথে রক্ত ঝরে, ঘটে কতো
রাজাধিরাজের কিস্তিমাত
আমি কাঁদি, ঘিরে থাকে আমাকেই শুধু
পিতাহারানোর অমোচনীয় দুঃখের রাত
২
পিতা, তোমাকে এসেছি রেখে মানুষের বসবাসে
যারা বীজ বুনে, কঠিন মাটিকে করে রজস্বলা
বজ্রাহত শোকে আছি তোমারই ক্যাম্পাসে…