বাঁশখালী টাইমস: আজকের ফাইনাল খেলার হাফটাইম পর্যন্ত ১-০ গোলে এগিয়ে আছে বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়। গোলটি করেছে ১০ নম্বর জার্সি পরিহিত জাহেদ।
আজ বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচ বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে “চাম্বল উচ্চ বিদ্যালয় বনাম বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের” ফাইনাল খেলা চলছে।