চেচুরিয়া হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেল ৩টায় এই ইফতার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সংস্থার সভাপতি আমিরুল ইসলামের (মুন্না) সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক রাশেদ আকবর। আরো উপস্তিত ছিলেন উপদেষ্টা মোঃ আইয়ুব, শফিক আহমদ, জসিম উদ্দিন সহ সাধারণ সম্পাদক দিদার আহমদ, আবুল কাসেম, আরফাত চৌধুরী ও বায়তুর রহমান জামে মসজিদের পেশ ইমাম আবু ছিদ্দিকসহ সংস্থার সকল সদস্য।
এইচ এ কর্পোরেশন, জুবলী রোড়, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় এলাকার ৪৫ পরিবারের মাঝে এই ইফতারসামগ্রী তুলে দেওয়া হয়।
রমজান মাস ছাড়াও বছরের বিভিন্ন সময়ে ও বিভিন্ন উপলক্ষে হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকাবাসীর পাশে থাকে।