মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার উপকূলীয় ছনুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছনুয়া শাখার সভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাকা) মার্কায় চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম দারুল মা’আরিফ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দীন, আন্দোলনের বাঁশখালী পৌরসভা সভাপতি মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, সংগীত সম্রাট মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, আইনজীবি নেতা এ্যাডভোকেট বদরুল কামাল, ইসলামী আন্দোলন নেতা মাওলানা নেছারুল হক, মাওলানা মোজাম্মিলুল হক, মাওলানা আবদুর রহিম, মাওলানা কলিমুল্লাহ, মাওলানা সৈয়দুল আলম, এস এম ফয়জুল্লাহ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুফতি হেলাল, মাওলানা নুর হোসাইন, মিজানুর রহমান, মাওলানা জাকারিয়া, মাওলানা আবদুর রহমান, মাওলানা এস্তফা আলী, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে হাফেজ ফরিদ আহমদ আনসারী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেম ওলামা ইসলামী মহলের প্রার্থী হিসেবে তাকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে ভুমিকা রাখার উদাত্ত আহবান জানান।