BanshkhaliTimes

হাজী এহছান আলীর বাড়ি একতা সংঘের নতুন কমিটি গঠিত

BanshkhaliTimes

বাঁশখালী উপজেলাধীন পূর্ব বড়ঘোনাস্থ হাজী এহছান আলীর বাড়ি একতা সংঘের নতুন কমিটি গঠিত হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম ও মাষ্টার মুহাম্মদ ইসমাঈল সহ সকল সদস্যের উপস্থিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের পরামর্শক্রমে ২০২৩-২৪ সেশনের জন্য কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে এম শওকতুল ইসলাম আজাদকে সভাপতি হাছান মাহমুদ মিছবাহকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ সাধারণ সম্পাদক হেফাজুুল ইসলাম, কোষাধ্যক্ষ আমির হোসাইন বাদশা, সহ কোষাধ্যক্ষ কারী জাহেররুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ শরফুদ্দীন তানভীর এবং হাফেজ ওমর ফারুক, হাফেজ হেলাল উদ্দিন, মুহাম্মদ ফরহাদ, খোবাইবুল ইসলাম, শাহেদুল ইসলাম, সাইমন প্রমুখ।

উল্লেখ্য, হাজী এহছান আলীর বাড়ি একতা সংঘ সমাজের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন সামাজিক কাজ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে। সম্প্রতি পুকুরে ডুবে মৃত্যুরোধে ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় বাঁশখালী টাইমস কর্তৃক সম্মাননা স্মারক লাভ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *