‘চট্টগ্রাম কোভিড ১৯ ক্রাইসিস রিলিফ’র ত্রাণ বিতরণ কার্যক্রামে সহযোগীতা করেছে বাঁশখালীর
” হাজিগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদ”
গতকাল ২৫/০৪/২০ ইং রাতে অর্ধশতাধিক গরীব,কর্মহীন অসহায় ও দুস্হদের মাঝে চট্টগ্রাম কোভিড ১৯ ক্রাইসিস রিলিফ’র ত্রাণ বিতরণ কার্যক্রামে সহযোগীতা করেছে “হাজিগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদ”।
গ্রুপটি গত ৩১ মার্চ-২০২০ প্রথম দফায় ২৪০০ গরীব,হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করে ফের ২৪ দিন পর ২৪ এপ্রিল২০২০ পুনরায় ২য় দফা ত্রাণ বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রুপটির প্রদেয় ত্রাণ হাজিগাঁও গ্রামের গরীব,কর্মহীন দিনমজুর লোকের প্রায় অর্ধশতাধিক ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয় বাঁশখালির “হাজিগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদ”।
ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চট্টগ্রাম কোভিড ১৯ ক্রাইসিস রিলিফ’ এর অন্যতম উদ্যোক্তা মেধাবী তরুণ ইশমাম উদ্দিন আহমেদ এর নিকট হতে তারো ১দিন আগে ত্রাণ সামগ্রী গ্রহণ করে বাঁশখালীর হাজিগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদ এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
ত্রাণ বিরতণ কার্যক্রমে অংশ নেয় শেখ রাসেল স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক ইমন শীল, সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিবলু,সাবেক অর্থ সম্পাদক রকিব হাসান, তাজুল ইসলাম, কাজী জামশেদুল ইসলাম,জামশেদুল ইসলাম চৌধুরী, জাবেদুল ইসলাম মিনহাজ,ইসমাইল হোসেন রাহাত,আকিবুল ইসলাম ফাহিম,
রাজু প্রমূখ।
বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাস ব্যাপী…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া বাঁশখালীর ৭৪০ অসহায় পরিবারে উপজেলা প্রশাসনের…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর বাহারছড়ায় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর সরল ইউনিয়নের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর গন্ডামারায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা হয়েছে।…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- চট্টগ্রামের বাঁশখালীর এস আলম পাওয়ার প্লান্টে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন…