
বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু তীরবর্তী অনন্য একটি গ্রাম হাজিগাঁও।
“নাড়ি’র টানে, শেকড় পানে” স্লোগানকে সামনে রেখে
পারস্পরিক ভ্রাতৃত্ববোধ , সামাজিক মূল্যবোধ সর্বোপরি প্রজন্ম থেকে প্রজন্মের মেলবন্ধন অক্ষুণ্ণ রাখার প্রয়াসে গল্প, আড্ডা, খেলাধুলা ও প্রীতিভোজ নিয়ে সাজানো তৃতীয় বারের মত দু’দিন ব্যাপী “হাজিগাঁও উৎসব ২০১৯” আাগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উৎসবে অংশগ্রহণকারী ছয়টি দল দুর্বার হাজিগাঁও, স্বপ্নীল হাজিগাঁও, দুরন্ত হাজিগাঁও,
হাজিগাঁও ইউনাইটেড, হাজিগাঁও ভয়েস ও হাজিগাঁও রাইডার্স পরস্পরের সাথে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলায় মোকাবেলা করবে।
প্রেস বিজ্ঞপ্তি