ঐতিহাসিক হাজিগাঁও বরুমচড়া উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী গতকাল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন হয়। জমজমাট এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও রাজনীতিবিদ আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এডভোকেট মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর ( Banshkhali ) সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী প্রমুখ। উদযাপন পরিষদের চেয়ারম্যান ও অত্র স্কুলের প্রধান শিক্ষক এ টি এম হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব জসীম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন- ‘একটি বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি অনেক গৌরবের বিষয়, এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের পক্ষ থেকে শিক্ষা বিস্তারে এই স্কুলের অবদানকে সাধুবাদ জানাই।’
সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের থিম সং লিখেন বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার মুরশিদুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী ইকবাল হায়দার, ব্যান্ড সংগীত শিল্পী রায়হান এন্ড ফ্রেন্ডস। কবি গান পরিবেশন করেন ইউসুফ ও ইসমাইল।