বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংগঠন হাজিগাঁও_অগ্রণী_ক্লাব(রেজি:চট্ট.২৫৪৩/০৩) ও
অগ্রণী_পাঠাগার [রেজি:চট্ট/চট্ট/১৪(১১)২০১১]
কর্তৃক আয়োজিত অগ্রণী চিত্রাংকন, কবিতা আবৃতি, মেধাবৃত্তি ১৭ এর পুরস্কার বিতরণী, শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১৭ নভেম্বর ২০১৮, শনিবার হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি মঈনুল আজীম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ওয়েল গ্রুপ অব ইন্ডাষ্ট্রীজ এর নির্বাহী পরিচালক জনাব মনজুরুল আহসান চৌধুরী বাবুল, হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব স্বপনেন্দু দে, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব কে এম সালাউদ্দিন কামাল। অগ্রণী পাঠাগারের সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন শিহাব এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড.শওকত আউয়াল চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি জনাব শফিউল আযম শাওন,জনাব হারুনুর রশিদ,জনাব শওকত মুহিত চৌধুরী,অগ্রণী পাঠাগারের সাবেক সভাপতি জনাব ইমতিয়াজ আরাফাত, ক্লাবের সাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার জনাব হাবিবুর রহমান, শিক্ষক জনাব স্বপন কান্তি সুশীল,
হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক -শিক্ষিকা বৃন্দ ও জনাব মোস্তাক আহমদ প্রমূখ।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক
আসাদুর রহমান, জহির, ইমন, মিরাজ, মাকসুদ, রিপন,হান্নান,রাকিব, রবিন, জিয়াত, আকাশ,ঈশা, শোয়েব প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও সমাজ কর্মে হাজিগাঁও অগ্রণী ক্লাব ও অগ্রণী পাঠাগার এর ভূয়সী প্রশংসা করেন।
প্রেস বিজ্ঞপ্তি