
বাঁশখালীস্থ হাজিগাঁও অগ্রণী ক্লাবের ২০১৯-২০ কার্যবছরের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে এক সভা সম্প্রতি ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাব সভাপতি মঈনুল আজীম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. শওকত আউয়াল চৌধুরী, প্রাক্তন সভাপতি শফিউল আজম শাওন, ও শওকত মুহিত চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে ইমরান বিন মোমেন ও মোহাম্মদ সোহরাব হোসেন শিহাবকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন–
সহসভাপতি -ইমতিয়াজ আরাফাত,, সহসাধারণ সম্পাদক -তানজিদুল করিম খান ইমন, অর্থ সম্পাদক -মাকসুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক -মিরাজুল ইসলাম চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক -ইমরুল ইসলাম রিপন, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক -রাশেদুল ইসলাম,সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক -মোহাম্মদ জিয়াত উদ্দীন, পাঠাগার সম্পাদক -আবদুল হান্নান, সমাজকল্যাণ সম্পাদক -আবদুল হালিম, স্বাস্থ্য বিষয়ক।সম্পাদক -মোহাম্মদ শোয়েবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য- শওকত মুহিত চৌধুরী, মঈনুল আজীম সোহেল,।মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি