বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান হাজিগাঁও অগ্রণী ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২১-২২) গঠনকল্পে এক সভা সম্প্রতি ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সহসভাপতি ইমতিয়াজ আরাফাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন শিহাব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইমতিয়াজ আরাফাতকে সভাপতি ও মিরাজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যানির্বাহী পরিষদ গঠন করা হয় যার অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক তানজিদুল করিম খান ইমন, অর্থ সম্পাদক ইমরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক এ টি এম শাহেদুল কবির, তথ্য ও প্রচার সম্পাদক জিয়াত উদ্দীন, ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক সোহরাব হোসেন আকাশ, সা. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শোয়াইবুল ইসলাম, পাঠাগার সম্পাদক রবিউল হাছান রবিন, সমাজকল্যাণ সম্পাদক আবদুল হাবিব মিনহাজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঈশা সাদেক বিন মনজুর কার্যনির্বাহী সদস্য মঈনুল আজীম সোহেল, ইমরান বিন মোমেন, মো. সোহরাব হোসেন শিহাব।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হাজিগাঁও অগ্রণী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. শওকত আউয়াল চৌধুরী, সাবেক সভাপতি শফিউল আযম শাওন, সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিঞা, সাবেক সভাপতি শওকত মুহিত চৌধুরী, মঈনুল আজীম সোহেল, সিনিয়র সদস্য মনিরুল ইসলাম কাইছার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি