বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ‘কেন্দ্রীয় ছাত্রলীগ’র ঘোষিত কর্মসূচি মোতাবেক আজ ১মে, ২০২১ রোজ শনিবার সকাল হতে পুরোদিন হাজিগাঁও গ্রামের কয়েকজন গরিব কৃষকের প্রায় ১০ গন্ডা জমির পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন হাজিগাঁও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হক, সহ- সভাপতি হাজিগাঁও সোহান উদ্দিন, বরুমচড়া স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আম্মারুল হক তামিম, ক্রীড়া সম্পাদক সাকিল উদ্দিন, সদস্য মোঃ সিফাত, আরমান, ইমরান প্রমূখ।
ধানকাটা শেষে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্থানীয় কৃষক – শ্রমিক। তারা বলেন, শেখ হাসিনার আদর্শিক কর্মীরা সব সময় দুঃখী মেহনতি মানুষের দুঃসময়ে কাজ করেন।