করোনা ভাইরাস আতংকের কারণে পুরো দেশে থমথমে অবস্থা বিরাজ করছে। চাম্বল এর অবস্থাও ভিন্ন কিছু নয়। প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হতে পারছে না। এই অবস্থায় দিনমজুর, খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। অনেক ব্যক্তি পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছেন না।
চাম্বল উচ্চ বিদ্যালয়ের একদল প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রয়াসে মোট ১০০ টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাবার (চাল,ডাল,আলু, পেঁয়াজ,তেল,সাবান) তাদের হাতে তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে এসব শিক্ষার্থী। এই উপহার সামগ্রী প্রদানের সময় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে ও যেকোন পরিস্থিতিতে এই ধরনের সাহয্য অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন, সেই সাথে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
করোনা ভাইরাসের এই প্রকোপের সময় কারো যেন না খেয়ে থাকতে হয়, এজন্য এই মহতী উদ্যোগ।
#বিজ্ঞপ্তি