আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সম্প্রতি বাঁশখালীর হতদরিদ্র এক রোগীকে দেখতে যান বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতির সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত। এরপর গত ৩ অক্টোবর চিকিৎসার খোঁজ-খবর নিয়ে রোগীর হাতে আর্থিক সহায়তা প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব ও অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল এমজেএফ।
উল্লেখ্য, বাঁশখালী পৌরসভার অধিবাসী ফজল করিম (৬০) দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনী ফেইলিওরে ভুগছেন। জানা গেছে তাঁর কিডনী প্রায় অচল হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁর আর্থিক সাহায্য জরুরী।
সাক্ষাতে সমিতির পক্ষ থেকে আরও সাধ্যমত সাহায্যের আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি