চট্টগ্রামের সৌখিন বাইকভিত্তিক সংগঠন চট্টগ্রাম হুইলস ক্লাবের শুভ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কোরবানীগঞ্জে বর্ণাঢ্য উদ্বোধনী আজ বিকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ও নাগরিক সভাপতি লায়ন এম আইয়ুব। উদ্বোধন ঘোষণা করেন ছাত্রনেতা ইফাজ উদ্দিন আকিব, বিশেষ অতিথি ছিলেন আলি শিপন, মোহাম্মদ করিম, মোহাম্মদ জিকু, মো হাবিব, মো ইফতিখার আলী খোকা, জাহেদ আলী টিটু।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম আইয়ুব বলেন- ‘আপনারা সবাই মা বাবার কলিজার টুকরো। সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে বাইক রাইডিং নিঃসন্দেহে এডভেঞ্চারপূর্ণ। তবে মাথায় রাখতে হবে সবার আগে নিরাপত্তা। বাইকচালনায় সড়কের আইন মানা অত্যাবশ্যক। হেলমেট ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেই সড়কে নামা উচিৎ৷ সড়কে ট্রাফিক আইন মেনে চলাটাই স্মার্টনেস৷ যততত্র ওভারটেক ও অগোছালো গাড়ি চালানো আনস্মার্টনেস।’
চট্টগ্রাম হুইলস ক্লাবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এডমিন মোস্তাফা মারুফ, প্রতিষ্ঠাতা আয়াজ মাহমুদ মাহিদ, ইতিয়াজ আহমেদ জিদান, ইফাজ আলী, আহম্মেদ রাব্বি, ইব্রাহিম রিয়াদ, ওয়াহেদ আলী সোহান, সাবিত ইকবাল, এনেয়াত আলী ইমন, ওমর আলী, সামি, সাফাত প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি