স্বাধীন বাংলা
নকীবুস সালেহীন
স্বপ্ন ছিল ডানা মেলে
বঙ্গ দেশে উড়তে
স্বপ্ন আমার শোষণ মুছে
সোনার বাংলা গড়তে।
বদ্ধ হয়ে থাকব না আর
এই ছিল মোর পণে
শেখ মুজিবের দীপ্ত ভাষণ
স্বপ্ন জাগায় মনে।
মুক্ত মনা চাতক পাখি
বীর বাঙালির চিত্তে
লাল সবুজের ঝাণ্ডা পানে
রুধির বিন্দু পিত্তে।
রেসকোর্সের ঐ ময়দান থেকে
ঐ যে দেখ ডাকে
শেখ মুজিবের হাতছানিতে
বীর বাঙালি হাঁকে।
মুক্তিকামী মুক্তির খোঁজে
হলো যে সব মাতাল
দীপ্ত পণে কঠিন মনে
বিজয় বাংলার পাতাল।