আগামীকাল মহান স্বাধীনতা দিবস ও ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন “নবরব শিল্পীগোষ্ঠী” আয়োজন করতে যাচ্ছে ভ্রাম্যমান ইসলামীক কনসার্ট।
অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি বিকাশে আমাদের এই আয়োজন।
সকাল ৮টা থেকে শুরু হবে আমাদের কাঙ্খিত সেই কনসার্ট। চট্টগ্রাম শহর থেকে পটিয়া হয়ে আনোয়ারা থানা, সেখান থেকে বাঁশখালী।
সুমধুর কন্ঠে বেজে উঠবে হামদে বারী তা’আলা, গ্রামের পথ-প্রান্তর মুখোরিত হবে না’তে রাসুলের (স.) মায়াবী তানে, চট্টলার জমিন কেঁপে উঠবে দেশাত্ববোধক সংগীতের আবহে।
দল-মত নির্বিশেষে সবাইকে উক্ত কনসার্ট দেখার আহ্বান জানাচ্ছি।