স্বাধীনতা দিবসের কবিতা || স্বদেশ অনুরাগী

স্বদেশ অনুরাগী
হুর ই মামদুদাহ্

২৬ শে মার্চ নাকি দিবস স্বাধীনতার ,
একাত্তরের গল্পটা শুধু নয় গৌরবের
আরো মিশে আছে ঘটনা ব্যথার।
কত মায়ের বুক যে হল খালি
কত নারীর জীবনে লাগলো কালি
মুক্তির বাসনার এ সংগ্রাম, এ যে সংগ্রাম মানবতার।
বিজাতীয়রা গেছে চলে, তবু কেন মোরা তাদেরই হয়ে আছি দাসী,
মুখেই খালি বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
এ কেমন ভালোবাসা, যাতে নেই দেশকে নিয়ে কোন আশা?
ভালো লেখাপড়া? তাতে বিদেশে, আবার কেউবা সেখানেই বেধেঁছে স্থায়ী বাসা।
অন্য জাতির বাহবা দিতে হয়না তো মোদের ক্লান্তি
অন্ন না পেয়েও আমার দেশে মরেও যে পাবো শান্তি ।
সবাই বলে, দেশপ্রেম দিয়ে কি পেট ভরে?
লাখো প্রাণ যে নিজেরে করেছে নিঃস্ব আক্রান্ত হয়ে এ জ্বরে
এ রোগ ছাড়া কি করে পেতে একটু মাথা গোজার ঠাইঁ?
উন্নত দেশ গড়তে এ জ্বরের রোগীদেরই তো চাই।
আসলে মোরা চাইনা তো কেউ উন্নত দেশ গড়তে নিজ থেকে,
ইতিহাস নিয়েই পাই খুঁজে সুখ, নিজের স্বার্থটা ঠিক রেখে ।
নিজ থেকে কোনো করতে চেষ্টা সবারই ভয় লাগে,
কিন্তু কৃতিত্ব নেওয়ার বেলায় দৌড় দেব সবার আগে।
ঘুরছি কেবল আপনি বৃত্তের মধ্যে,
যাদের স্বাধ আছে, তাদের আবার কুলোয়না সাধ্যে ।
এমনি আমরা আছি হয়ে স্মরণীয় বাঙালী জাতি,
বারবার খালি মনে পড়ে যায় বিশ্বকবির ’দুরন্ত আশা’ কবিতাটি।
এজন্যই কি তবে জীবন দেয়া অজস্র শহীদের?
ত্যাগগুলো কি যাবে বৃথা তবে?
নাকি আমার দেশের আবার বিজয় হবে?
কবে দেখব সোনায় মোড়ানো সেই দিন,
বিশ্বলোকে আমার নিশান থাকবে যে হয়ে রঙীন।
মন দিয়ে দেশের সেবা ,দশের সেবা করি আসুন,
দেশবাসীকে দোষ না দিয়ে ,আগে সোনার দেশকে ভালোবাসুন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *