BanshkhaliTimes

স্বাগতিক চাম্বলকে হারিয়ে ফাইনালে কাথরিয়া

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) ফাইনাল নিশ্চিত করেছে কাথরিয়া ইউনিয়ন পরিষদ একাদশ। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনালে স্বাগতিক চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশকে ট্রাইবেকারে এক গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কাথরিয়া ইউনিয়ন পরিষদ একাদশ। এর আগে বাহারছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে ফাইনালে অবতীর্ণ হয় শেখেরখীল ইউনিয়ন পরিষদ একাদশ।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সচিব পঙ্কজ দত্ত, চট্টগ্রাম জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, ‘এই বিজয় কাথরিয়া ইউনিয়নবাসীর বিজয়। নিজে বসে পুরো খেলা উপভোগ করেছি। খুব প্রতিদ্বন্ধীতাপূর্ণ খেলা হয়েছে। সুন্দর খেলা উপহার দেয়ায় উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। বিজয় ছিনিয়ে আনতে পেরে আমরা খুব আনন্দিত।’

পরাজয়ের বিষয়টি টের পেয়ে স্বাগতিক চাম্বল ইউনিয়ন একাদশের একাধিক খেলোয়াড়কে আবেগ আপ্লুত হয়ে যেতে দেখা যায়। এসময় স্থানীয় চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকেও বারবার আবেগ সংবরণ করতে দেখা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার সারাদেশের মতো বাঁশখালীতেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)। বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন। আগামী শনিবার (৫ জুন) চাম্বল উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *