লেখকদের মধ্যে যারা বই প্রকাশে আগ্রহী তারা আগামী বইমেলা-২০২০ এর জন্য এখনই প্রস্তুতি নিতে পারেন। ‘স্বর্ণাক্ষর প্রকাশন’ আগামী বইমেলায় ন্যায্য খরচে জানুয়ারির মাঝামাঝি সময়ে আপনাদের হাতে বই তুলে দিতে প্রস্তুত। সেজন্য আপনি আপনার ছড়া/কবিতা/গল্প/উপন্যাসের পাণ্ডুলিপি আগামী আগস্ট-২০১৯ এর মধ্যে পাঠিয়ে দিন। আমরা পাণ্ডুলিপি বাছাই করে আপনাদের সাথে যোগাযোগ করব।

কথা হচ্ছে, এবার বইমেলায় বহু লেখককে দেখা গেছে প্রকাশিত বই নিয়ে হতাশ। কেউ টাকা দিয়েও নির্ধারিত বই পায়নি, কেউ বই পেয়েছে দেরিতে, কারো বই স্টলের মুখই দেখেনি, এরকম আরো বহু…
‘স্বর্ণাক্ষর প্রকাশন’ চাইছে অন্তত আর কোনো লেখক যেন এমন দুর্ভোগে না পড়ে। আস্থা ও বিশ্বাসকে ‘স্বর্ণাক্ষর প্রকাশন’ শ্রদ্ধা করে।
পাণ্ডুলিপি পাঠানোর ইমেইল: [email protected]
শেষ সময়: ৩১.০৮.২০১৯