স্বকাল শিশুসাহিত্য সংসদ প্রবর্তিত ‘স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০১৭’ ঘোষণা করা হয়েছে। এবার পদ্য বিভাগে ‘আমার স্বপ্ন আমার দেশ’ কিশোরকবিতা গ্রন্থের জন্য ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া এবং গদ্য বিভাগে ‘তুলতুলি ও পরী’ গল্পগ্রন্থের জন্য গল্পকার আলী আসকর ও ‘বীথিমনির গল্প’ গ্রন্থের জন্য গল্পকার ইফতেখার মারুফ যৌথভাবে এ পুরস্কার পাচ্ছেন। আগামী ২১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ।
