বাঁশখালী টাইমস: স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উক্ত খেলাটি আবারও পরিচালনার দাবি তুলেছে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়।
আজ ২৬ জুলাই অনুষ্ঠিত ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় বনাম চাম্বল উচ্চ বিদ্যালয় ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ সম্বলিত লিখিত অভিযোগ জানায় ছনুয়া কাদেরিয়া স্কুলের খেলা পরিচালনা কমিটি।
খেলা পরিচালনায় স্বজনপ্রীতি, বহিরাগত খেলোয়াড়, খেলোয়াড়ের গায়ে হাত তোলাসহ ৫ টি অভিযোগের কথা অভিযোগপত্রে উল্লেখ করে উক্ত খেলা আবারও পরিচালনার দাবি জানায় কর্তৃপক্ষের কাছে।