তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): রাস্তার উপর সড়কবাতি দেখে যে কেউ ধারণা করে- পৌরসভা এলাকা!
আজ চেচুরিয়া বাজারে আকস্মিক সড়কবাতি দেখেও কেউ কেউ চমকে যেতে দেখা গেছে।
জানা গেছে, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মকছুদ (মাসুদের) আবেদনের পরিপ্রেক্ষিতে বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সরকারী বরাদ্দ হতে আজ চেচুরিয়া বাজারে পাঁচটি
সড়ক বাতি স্থাপন করা হয়েছে। বাতিগুলো চেচুরিয়া স্কুল গলি, মসজিদ গলি, কাঁচা বাজারের সামনে, চৌরাস্তার মোড়ে ও বাজারের দক্ষিণ প্রান্তে স্থাপন করা হয়েছে।
বাতিগুলো সৌর বিদ্যুৎ দ্বারা দিনে চার্জ হবে এবং রাতে স্বয়ংক্রিয়ভাবে আলো ছড়াবে। সূর্য ডুবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতিগুলো জ্বলে উঠবে আপনা আপনি।রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়বে আলোর পরিমাণও। ভোরে সূর্য উদিত হলে আবার বন্ধ হয়ে যাবে।
এ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মকছুদ (মাসুদ) বাঁশখালী টাইমসকে বলেন- ” আমাদের এমপি মহোদয় জনবান্ধব এবং জনগণের দুর্দশা নিরসনে কাজ করে যাচ্ছেন। এ বাজারের ব্যবসায়ীদের কষ্ট লাঘবে এবং বাজারকে সুরক্ষিত রাখতে আমি সড়ক বাতির জন্য এমপি মহোদয়ের নিকট আবেদন করি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এমপি মহোদয় সরকারী বরাদ্দ থেকে এই সড়ক বাতিগুলোর ব্যবস্থা করেন, তাঁকে চেচুরিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।”
এতে রাতে ঝুঁকিতে থাকা চেচুরিয়া বাজার অনেকটা শঙ্কামুক্ত হয়েছে বলে অভিমত এলাকাবাসীর। চেচুরিয়া বাজারের ব্যবসায়ীরা জানান- রাতে বাজার অন্ধকার থাকার ফলে ইতিপূর্বে বিভিন্ন দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু এই বাতিগুলো যদি এখন থেকে নিয়মিত জ্বলে তাহলে ডাকাতরা সহজে আর সে সাহস করবে না। আমরা ব্যবসায়ীরা এখন শঙ্কামুক্ত। আগে আমাদের মনে যে ভয় কাজ করতো এখন সে ভয় কাটিয়ে ওঠবে। ব্যবসায়ীরা যুবলীগ সেক্রেটারি মকছুদ (মাসুদ) ও মোস্তাফিজুর রহমান এমপিকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।