সৌদির রয়্যাল প্যালেসের সামনে গোলাগুলি, নিরাপদে বাদশাহ সালমান
সৌদি আরবে রাজধানী রিয়াদের বাদশাহ সালমানের বাসস্থান রয়্যাল প্যালেসের সামনে শনিবার রাত্রে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনো গোলাগুলি চলছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
রাশিয়ান গণমাধ্যমে আরটি ও ব্রিটিশ গণমাধ্যম মিরর তাদের অনলাইনে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এছাড়া সামাজিক গণমাধ্যম টুইটারেও পাওয়া যাচ্ছে গোলাগুলির ভিডিও। তাতে মুহুর্মুহু গোলাগুলি ও বোমা বিস্ফোরণের স্পষ্ট শব্দ পাওয়া যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণোমাধ্যম
ডেইলি সাবহা জানায়, তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, একটি ড্রোন প্রাসাদের কাছাকাছি এলে গুলি করে ভূপাতিত করার পরপরই গোলাগুলির ঘটনা শুরু হয়। ডেইলি সাবহা আরও জানায়, প্রাসাদ অভ্যুত্থানের ঘটনাও ঘটতে পারে।
প্রেস টিভি জানায়, বাদশাহ সালমানের প্রতিপক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তাদের বেশ কয়েকটি সূত্র উল্লেখ করেছে।
এদিকে হামলাকারীর সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও বাদশাহ সালমানকে স্থানীয় বিমান ঘাঁটিতে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।