সৌদি আরবের মক্কায় হোটেলে আগুন

বিটি ডেস্ক : সৌদি আরবের মক্কায় একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। আল-আজিজিয়া জেলায় অবস্থিত ওই হোটেল থেকে অন্তত ৬০০ তুর্কি ও ইয়েমেনি হজযাত্রীকে উদ্ধার করা হয়েছে। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ সোমবারের এ তথ্য জানিয়েছে।

মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহা-অধিদফতরের মুখপাত্র মেজর নায়েফ আল-শরিফ বলেন, ১৫ তলা ভবনটির অষ্টম তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। হোটেলটিতে ইয়েমেন ও তুরস্কের ৬০০ হজযাত্রী ছিলেন।

তিনি জানিয়েছেন, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোটেলের সব অতিথিকে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শরিফ জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে । অতিথিদের হোটেলটিতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার জেদ্দার ছয়টি ভবনে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি ভবন পুরোপুরি ধসে যায়। ওই ভবন থেকে ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *