বিটি ডেস্ক:সৌদি আরবে শনিবার (২৪ জুন) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেজন্য রোববার (২৫ জুন) দেশটিসহ মধ্যপ্রাচ্য ও তাদের অনুসারী অঞ্চলগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।
রমজান মাস শেষে শনিবার নতুন চাঁদ দেখা যাওয়ার সন্ধ্যায় বৈঠক করে এ সিদ্ধান্ত জানায় সৌদি সরকারের সংশ্লিষ্ট কমিটি।
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, বাহরাইন, মিশর ও মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশের সংবাদমাধ্যম রোববার ঈদ উদযাপনে সরকারের ঘোষণার কথা জানাচ্ছে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশসহ উপমহাদেশেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার (২৬ জুন) ঈদুল ফিতর উদযাপন হবে।