সৌদির রিয়াদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির রিয়াদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে আঘাত হানার আগেই এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সৌদির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সৌদি রাজধানীতে থাকা প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরবর্তী অবস্থার ছবি পোস্ট করেছে। এতে রিয়াদের আকাশে ধোঁয়ার মেঘ দেখা গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

হুতি বিদ্রোহীরাও হামলার কথা স্বীকার করেছে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম জানিয়েছেন,রিয়াদে আল-ইয়ামামা রাজপ্রাসাদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।

হুতিদের সংবাদমাধ্যম আল-মাশিরাহ টেলিভিশন চ্যানেল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে যে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছে সেটি ছিল বুরকান-২ ক্ষেপণাস্ত্র। আল-ইয়ামামা প্রাসাদে সৌদি নেতৃত্বের একটি বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।

গত নভেম্বর থেকে এ পর্যন্ত তিনবার রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি বিদ্রোহীরা। ৪ নভেম্বর রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরা। হুতিদের এই ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করছে বলে অভিযোগ তুলেছিল সৌদি।

 

আরও পড়ুন :

কোলকাতার ব্রহ্মচারী মোরালের ঋষিধাম পরিদর্শন

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *