BanshkhaliTimes

সোমবার বাঁশখালী আসছেন হাফিজুর রহমান কুয়াকাটা

BanshkhaliTimesমিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: আগামী সোমবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আসছেন দেশের আলোড়ন সৃষ্টিকারী ও জননন্দিত ওয়ায়েজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন তারুণ্যের আইডল খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা )।

তিনি সোমবার (৬ জানুয়ারী) বাদে মাগরিব বাঁশখালী দারুল কারীম মাদরাসার ৫ম বার্ষিকী ওয়াজ মাহফিল উপলক্ষে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য করবেন। মাহফিলে প্রধান অতিথি থাকবেন বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রধান মেহমান হিসেবে নছিহত পেশ করবেন,পীরে কামেল মুসলেহে উম্মত আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব।

প্রাথমিক মাহফিলের সিডিউলঃ
দারুল কারীম মাদরাসার ৩ দিন ব্যাপী মাহফিলের ১ম দিন রবিবার (৫ জানুয়ারী)

প্রধান আকর্ষণ আল্লামা মুফতি ছরওয়ার হোসাইন বিক্রমপুরী (ঢাকা) সমাপনী বয়ান,
মাওলানা আলাউদ্দীন ওসমানী (যশোর)।
২য় দিন সোমবার (৬ জানুয়ারী) প্রধান আকর্ষণ আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা) সোমবার (বাদ মাগরিব) বয়ান।
আল্লামা রাশেদুল ইসলাম রহমতপুরী (কুমিল্লা),মুফতি ওবায়দুল্লাহ রফিকী (ঢাকা),বাদ আসর বয়ান,মুফতি মুসলেহ উদ্দীন কাউছারী (ঢাকা) বাদে এশা সমাপনী বয়ান। সমাপনী দিন মঙ্গলবার (৭ জানুয়ারী)প্রধান আকর্ষণ আল্লামা আজিজুল হক আল মাদানী,মুফতি শামিম আল আরকাম (ঢাকা),আল্লামা হাবিবুল ওয়াহেদ (রাজঘাটা),আল্লামা হোসাইন আহমদ (জিরি মাদরাসা),আল্লামা জসিম উদ্দীন মিসবাহ (কক্সবাজার),আল্লামা আশরাফ আলী গাজী (বাঁশখালী), শেষ দিন ইসলামী সংগীত অনুষ্ঠান। মাহফিলে সভাপতিত্ব করবেন চাম্বল দারুল উলূম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ আবদুল জলিল ও বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা আহমদ হাসান। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী এ মাহফিল সফলে ধর্মপ্রাণ তৌহিদী জনতাসহ সর্বশ্রেণীর সহযোগিতা কামনা করছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *