আরকানুল ইসলাম: সোনালী ব্যাংকের এজিএম হলেন বাঁশখালীর কৃতি সন্তান, মেধাবী মুখ তারেক আজম চৌধুরী। তার বাড়ি বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া।
কাট অব ডেটভিত্তিক সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী প্রবিধানমালা-২০০৮ এবং পদোন্নতি নীতিমালা মোতাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার হতে তিনি এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) পদে পদোন্নতি লাভ করেন।
বর্তমানে তিনি কক্সবাজার শাখায় ম্যানেজার হিসেবে আছেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগরীর চকবাজার শাখায় ম্যানেজার হিসেবে ছিলেন।
বাঁশখালীর এই মেধাবীমুখ বাণীগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। কেমিস্ট্রি নিয়ে চট্টগ্রাম কলেজ থেকে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেন। তার পিতা মরহুম মাস্টার সাবের আহমেদ চৌধুরী।