সিরিয়ান শিশুর আর্তনাদ
সৈয়দ শরীফ
.
মারছো কেন তোমরা আমায়, মারছো কেন মাকে?
দেখছো না মা সবসময়ই বোরখা পরা থাকে !
বোরখা নাকি রক্ষা করে, করবে সেটাও জানি,
তোমরা কেন করছো শুধু একেই টানাটানি !
.
আম্মুর আঙুল উঁচুর দিকে— চোখ থেকে সব জল
বাইরে এসে করলো ঢাকা হিজাব টলোমল্ !
এবার ওরা বুট পরা পা’র চাপ দিলো তার বুকে,
‘আল্লাহ্’ বলা চিৎকারে কেউ ছাড়লো না আম্মুকে।
.
কাঁদছি আমি ওসব দেখে, মারলো আমায় চর—
করবে গুলি হয়তো, ভেবে বুক কাঁপে থরথর।
আমার ওপর পা রেখে ওই বদমাশেরা মাকে
ছেঁচড়ে টেনে সঙ্গে থাকা জীপ গাড়িটায় রাখে।
.
কাঁদছে মা আর কাঁদছি আমি, কেউ কাঁদেনি আর
একটি গুলি করলো আমার বুকটাকে ছারখার।
চললো গাড়ি, আম্মুটা যে কোথায় গেলো চলে,
আমি আমার স্রষ্টাকে ঠিক দেবোই ওসব বলে।