বিটি ডেস্ক: আজ শনিবার ২৩ এপ্রিল, ২০২২, যোহরের নামাজ শেষে চেচুরিয়াস্থ খন্দকার পাড়ার মরহুম আলহাজ সৈয়দ আহমদুল হকের কবর জেয়ারত করলেন বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট আলহাজ আহমদুল ইসলাম চৌধুরী। জেয়ারত শেষে তিনি মরহুমের পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করেন। এসময় মরহুমের ভাই আলহাজ মাহমুদুল হক, নুরুল হকের সাথেও সাক্ষাৎ করেন।
কলামিস্ট আহমদুল ইসলাম চৌধুরী বলেন, মরহুম আহমদুল হকের সাথে আমার সম্পর্ক শুরু হয় ১৯৬৮ সালে। তাঁর সাথে আমার হৃদ্যতা ও আন্তরিকতা অন্য সবার চেয়ে বেশি ছিল। বাঁশখালী খানকাহ্, বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদরাসা প্রতিষ্ঠায় আমরা যে কয়জন মূল উদ্যোক্তা ছিলাম তার মধ্যে মরহুম আহমদুল হক অন্যতম ছিলেন। তাঁর সক্রিয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা ছিল স্মরণীয়।
মরহুমের সন্তান, ভাতিজা ও এলাকাবাসীর সামনে তিনি মরহুমের নানা স্মৃতিচারণ করেন। এসময় সাথে ছিলেন আহমদুল ইসলাম চৌধুরীর কনিষ্ট ছেলে রিফাত চৌধুরী।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল (৪ঠা এপ্রিল, সোমবার দিবাগত রাত) সৈয়দ আহমদুল হক নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।