BanshkhaliTimes

সৈয়দ আহমদুল হকের ইসালে সাওয়াব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিটি ডেস্ক: বাঁশখালী রামদাস মুন্সিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে ২২ এপ্রিল জুমাবার, বাদে জুমা দরবারে গারাংগিয়া জিকির মাহফিল পরিচালনা কমিটি বাঁশখালীর আয়োজনে, ইফতার ও মরহুম আলহাজ সৈয়দ আহমদুল হক (রহ.) এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুফি মাওলানা আহমদ নজির সাহেব। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফারুক আহমেদ, মরহুম আলহাজ সৈয়দ আহমদুল হক (রহ.) এর ছোট ছেলে আরকানুল ইসলাম।

মাহফিলে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা আজিজুল ইসলাম, উপাধ্যক্ষ, জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসা, মাওলানা মমতাজুল হক নঈমী, আরবি প্রভাষক, গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসা, আলহাজ্ব মাওলানা তৈয়ব ফারুকী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ডলমপীর আহমদিয়া (র:) সিনিয়র মাদ্রাসা, আলহাজ্ব মাওলানা শেহাব উদ্দিন, আরবি প্রভাষক, পালেগ্রাম হাকিম মিয়া শাহ (র:) সিনিয়র মাদ্রাসা, মাওলানা কারী হারুনুর রশিদ নুরী, শিক্ষক, পালেগ্রাম হাকিম মিয়া শাহ (র:) সিনিয়র মাদ্রাসা, মাওলানা আনোয়ারুল ইসলাম গাজী, ইমাম, রামদাস মুন্সিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা নুরুল হুদা, মাওলানা জাহাঙ্গীর আলম, মাস্টার আমিনুল ইসলাম, মাওলানা ইলিয়াসসহ অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুফি মাওলানা আহমদ নজির সাহেব বলেন, মরহুম আলহাজ আহমদুল হক ছিলেন দ্বীনের একজন একনিষ্ট খাদেম। তিনি এই মসজিদের জন্য বিভিন্ন সময় সহযোগিতা করে গেছেন। অনেক সময় এই মসজিদে ইমামতিও করেছেন। বাঁশখালী মজিদিয়া খানকাহ্, বাঁশখালী হামেদিয়া মাদরাসা প্রতিষ্ঠাতাদের কয়েজনের মধ্যে উনিও একজন। আমার সাথে ওনার আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক ছিল।

সার্বিক কল্যাণ কামনা ও সকলের মাগফেরাত চেয়ে মোনাজাত করে প্রোগ্রামের সমাপ্তি হয়। প্রোগ্রাম শেষে ইফতার হিসেবে সবাইকে তাবাররুক দেওয়া হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *