সেলফি-মুখর ছিল কালীপুর স্কুলের হীরকজয়ন্তীর শুরুটা

ছোটন আজাদ, কালীপুর থেকে : না, এটার ‘অস্কার পুরস্কার’- এর কোনো প্রোগ্রাম ছিল না, না ছিল ‘কান চলচ্চিত্র উৎসব’, তবুও ক্যামেরার ক্লিকবাজিতে মুখরিত হয়ে উঠেছিল কালীপুর স্কুলের ট্রাকর‍্যালীসহ অন্য র‍্যালীকালীন সময়টুকু!

পুরনো বন্ধুদের পেয়ে যেন নতুন স্মৃতির ফ্রেমে আবদ্ধ করল নিজেদের। ছোটদের নিয়ে বড়রা, বৃদ্ধরা, এমনকী বিভিন্ন বড় প্রতিষ্ঠানের শীর্ষপদে আসীন সাবেক শিক্ষার্থীরা পর্যন্ত বয়সের ব্যবধান ভুলে সেলফিতে মজেছিল! একটা-দুটা নয়, হাজার হাজার ছবি জমা হয়েছে মোবাইলের গ্যালারিতে, ডিএসএলআরের মেমোরি কার্ডে!

কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গতকাল শুক্রবার। সাথে ছিল ট্রাকর‍্যালী, মোটর সাইকেলর‍্যালী ও পদযাত্রা র‍্যালী। লাল, নীল, সাদা, হলুদ, বেগুনীসহ নানা রঙের টি-শার্টে নানান সাজে সেজেছিল স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

স্কুলের ৭৫ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উৎসবের শুরুর দিন যেন ‘সেলফি উৎসবে’ রূপ নিয়েছিল। দেখে মনে হয়েছে- “আহা কী আনন্দ আকাশে বাতাসে”!

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *