সেবা গ্রুপে চাকরির সুযোগ, বাঁশখালী অগ্রাধিকার!

বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা বাঁশখালীর কৃতি সন্তান মোহাম্মদ আকবর তাঁর পরিচালিত প্রতিষ্ঠান সেবা গ্রুপে চাকরির ক্ষেত্রে বাঁশখালীকে অগ্রাধিকার দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সেবা গ্রুপের ফাউন্ডার সিইও হিসেবে গত দশ বছর ধরে বহুমুখী ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ‘বাঁশখালীর সন্তান হিসেবে আমার ব্যক্তিগত দায়বদ্ধতার অংশ হিসেবে বাঁশখালীর শিক্ষিত বেকার যুবকদের আমার প্রতিষ্ঠানে সুযোগ দিতে চাই। কিছুদিন পূর্বে বাঁশখালী টাইমস ফ্যান ক্লাব গ্রুপে এ সংক্রান্ত একটা পোস্ট আমার দৃষ্টিগোচর হয়। আমি চাই অন্যান্যরাও এগিয়ে আসুক।’

উল্লেখ্য, সেবা গ্রুপ (বিডি) লিমিটেডের ১০ বছর পূর্তি উপলক্ষে সারাদেশে ডিজিটাল স্টোর চালু করতে যাচ্ছে। উক্ত ডিজিটাল স্টোর স্থাপন, এবং মনিটরিং এর জন্য সারাদেশে টেরিটরি অফিসার এবং কিছু শূন্য পদে চট্টগ্রাম কর্পোরেট অফিসে নিয়োগ দেয়া হবে।

এ প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে সারাদেশে গুণগত মানের পণ্য এবং সেবা কমখরচে সারাদেশে বিপণন এবং সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল পন্য ডিজিটাল স্টোর এর মাধ্যমে দেশ/বিদেশে বিক্রয় উপযোগী একটি শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করা।
আগ্রহীদের নিচের লিংকে ক্লিক করে ফরম পূরণ করার আহবান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhFfjaWNCjLJeg0iPTXlnkkwc6Xdvr3obBdQpSg_sFFRF3Uw/viewform?c=0&w=1

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *