বাঁশখালী টাইমস: সেবা গ্রুপ বিডি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান সেবা এন্টারপ্রাইজের যুগপূর্তি গত ২৪ ফেব্রুয়ারি নগরীর ষোলশহরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটি সফলতার সাথে ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে এক সুধী সমাবেশ সেবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখা প্রধান মোহাম্মদ শাব্বির, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মিফতাহ উদ্দিন।
লায়ন এম আইয়ুবের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এহসান, মোহাম্মদ মানিক, নজরুল ইসলাম, নকি উদ্দিন, মো. শওকত, মো. ইকবাল, মো. আরিফ, চৌধুরী ওয়াহাব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাব্বির বলেন- ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি ব্যবসা। ব্যবসার চালিকাশক্তি অর্থ তথা আর্থিক প্রতিষ্ঠান। টেকসই উদ্যোগ ও অর্থায়নের সমন্বয়ে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে চলছে।’
বিশেষ অতিথির বক্তব্যে মিফতাহ উদ্দিন বলেন- ‘সেবা গ্রুপের বহুমাত্রিক ব্যবসায়িক উদ্যোগ যুগোপযোগী। দীর্ঘপথ পাড়ি দিয়ে ১৩ বছরে শুভ পদার্পণে আন্তরিক শুভেচ্ছা জানাই।’
তিনি আরও বলেন- ‘উদ্যোক্তাদের আন্তরিক প্রচেষ্টায় ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হয়।’
উল্লেখ্য, সেবা গ্রুপ সুপার শপ, ডিজিটাল মার্কেট, রিয়েল এস্টেট, ট্রাভেলিংসহ বহুবিধ ব্যবসায়িক সেবা সুনামের সাথে প্রদান করে আসছে।