BanshkhaliTimes

সেবাখাত বিকশিত হলে দেশ এগিয়ে যাবে: লায়ন কামরুন মালেক

BanshkhaliTimes
ফিতা কেটে শুভ উদ্বোধন করছেন প্রধান অতিথি লায়ন কামরুন মালেক

ভ্রমণপিয়াসু ও পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের প্রতিশ্রতি দিয়ে নগরীতে যাত্রা শুরু করেছে আল সফর ট্রাভেল এন্ড ট্যুরিজম।
গত ১৩ মার্চ ২০২০ শুক্রবার বিকালে নগরীর চকবাজার নবাব সিরাজউদ্দৌলা রোডস্থ সুবসতি চর্ক আর্কেডে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুন মালেক।

লায়ন এম আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু, দ্যা হোটেল কক্স টুডে’র চেয়ারম্যান জি. কে. লালা ও লায়ন এস.এম. আসরাফ আলম আর্জু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক দিদারুল ইসলাম, মুসলিম আলী, আজমাইন সিরাজ আদিত, চৌধুরী এম এ ওয়াহহাব, আব্দুল্লাহ আল মোবারক, সাল-সাবিল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন কামরুন মালেক বলেন- ‘সেবাখাতে সমৃদ্ধির মাধ্যমে বিশ্ব এগিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই আমাদের দেশও। তরুণরা পর্যটনশিল্পের বিকাশ ও সেবাখাতে নতুনত্ব নিয়ে এগিয়ে আসলে দেশ আরও এগিয়ে যাবে। আমি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি।
প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এতে দুবাই হতে ভিডিও কনফারেন্সে যোগদেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উপস্থিত অতিথিবর্গের শুভেচ্ছা বক্তব্য, ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট হস্তান্তর, সম্মিলিতভাবে কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

উল্লেখ্য, দুবাই ও ভারতের পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুভযাত্রা করলো আল সফর ট্রাভেল ও ট্যুরিজম।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *