রিয়াজ টুটুলঃ বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের ব্যাচের সংগঠন ‘শিঁকড়’র উদ্যোগে এক জমজমাট আনন্দ ভ্রমণ প্রাবাল দ্বীপ সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপে সম্প্রতি সম্পন্ন হয়েছে। সপ্তমবারের মতো এ আয়োজনে উক্ত ব্যাচের শিক্ষার্থীরা যান্ত্রিকতা ও জাগতিক ব্যস্ততাকে উপেক্ষা করে প্রকৃতির অনিন্দ্য রূপে সাড়া দিলো। প্যানেল চেয়ারম্যান ও উক্ত ব্যাচের ছাত্র জামাল উদ্দীনের বাড়িতে শীতপিঠার দাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ভ্রমণের আনুষ্ঠানিকতা। বাসযোগে টেকনাফ পৌঁছে নাফ নদীর বুক ছিঁড়ে জাহাজ ভ্রমণ ছিলো অসাধারণ। সেন্টমার্টিন পৌঁছে প্রবাল চরে সাইক্লিং, বারবিকিউ, ফুটবল ম্যাচ যেন প্রকৃতির সান্নিধ্যে এক স্মরণীয় আনন্দবিলাস। লটারীর মাধ্যমে যার যার অভিনয় উপস্থাপনা ভ্রমণের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিলো। ভ্রমণ সঙ্গীদের মধ্যে ডাঃ আসিফ, ডাঃ সাওগাত, ফাহিম, মিনহাজ, রাজিব, সাইফুল, আরিফসহ সবার প্রাণোচ্ছল উপস্থিতিতে এ ভ্রমণ নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।