সেখানে কি তুমি এখনও আছ?
মুরশিদুল আলম চৌধুরী
ধীরে ধীরে বাড়ছে আমার চোখ,
সন্ধ্যায় কর্ণফুলীর ঝাপসা ওপার
এখন আমি পরিষ্কার দেখতে পাই-
যেখানে অনেক বছর আগে আমরা
একটা গল্পের বই পড়াপড়ি করতাম।
এখন অনেক বড় আমার বোধের শহর;
একটা কলম লুকিয়ে রেখেছি বলে
তুমি আমার হাত দুটি শক্ত করে ধরেছিলে,
ঝাঁকুনিতে আমার পুরো শরীর কেঁপেছিল;
আমাদের দুই যুগ পুরনো সেই সন্ধ্যায়
আমি এখন প্রতিদিন নিহত হতে পারি।
জেনে খুশি হবে, আমার হাত এখন বড়-
তোমাকে ধরার জন্য যতটুকু দরকার
সেইভাবে দিন দিন করে বাড়িয়েছি হাত;
তোমার চিবুক অব্দি যেত না আমার আঙুল;
এখন যাবে, টেবিলের মাঝামাঝি এসে
আর কাঁপবে না, হারিকেনের মতো।
আমার চোখ যেখানে যাবে,
আমার চিন্তা যেখানে থিতু হবে,
আমার হাত যেখানে বিশ্রাম নেবে,
সেখানে কি তুমি এখনও আছ?
০৮.০৫.২০১৯
লেখক: কবি ও সাংবাদিক